জিতুর সুরে গাওয়া সিনেমার গানটি গাইলেন কোনাল
অভিজিত সরকার জিতু, একাধারে একজন লিড গিটারিস্ট, সুরকার-সঙ্গীত পরিচালক। তার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী রুনা লায়লা, অ্যান্ড্রু কিশোর, কনকচাঁপা, স্বীকৃতি, অনিমা ডি কস্টাসহ অনেকেই। মেহেদী হাসান পরিচালিত নতুন সিনেমা ‘জল জোছনায়’ ‘মায়ার চাদর’ শিরোনামের একটি গানের সুর সঙ্গীত করেছেন অভিজিত সরকার জিতু। গানটি লিখেছেন সেজুল হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র […]