বিলাসবহুল যে গাড়ি তেলেগু অভিনেতা কিনেছেন সালমান-শাহরুখেরও নেই!
জুনিয়র এনটিআর নাম বললেই সিনেপ্রেমীরা উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করবেন- তার নতুন কোনো সিনেমা আসছে কী? ভারতের দক্ষিণী সিনেমার এই তারকার পুরো নাম নান্দামুরি তারাকা রামা রাও। তবে এনটিআর বা তারাকা নামেই সর্বাধিক জনপ্রিয় তিনি। তার প্রায় সব ছবিই ব্যবসাসফল। তেলেগু-তামিল সিনেমায় তার জনপ্রিয়তা আকাশচুম্বি। অবশ্য রূপালি পর্দায় নয়, এনটিআরের অর্থ-সম্পদের পরিমাণও আকাশচুম্বি। জনপ্রিয় এই তেলেগু […]