গুগলের ক্যাম্পাস পরিষ্কার রাখছে একশ’ রোবট প্রোটোটাইপ
‘এভরিডে রোবট’ প্রকল্পের অধীনে দৈনন্দিন কাজ করতে সক্ষম রোবটের প্রোটোটাইপ নির্মাণ করছিল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেডের ‘এক্স ল্যাবস’। কার্যক্ষমতা যাচাই করতে এবার গুগলের নিজস্ব ক্যাম্পাসেই কাজে লাগানো হচ্ছে ওই প্রোটোটাইপগুলো। “আমরা এখন একশ’ প্রোটোটাইপ রোবটের একটি ঝাঁক পরিচালনা করছি যেগুলো নিজ উদ্যোগে আমাদের অফিসের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে।”– এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘এভরিডে রোবট’-এর […]