আক্রান্ত হওয়ার হার বেশি পুরুষের
যে কেউ যেকোনো বয়সে গুলেন ব্যারি সিনড্রোমে আক্রান্ত হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সীদের আক্রান্ত হওয়ার হার বেশি। তথ্য বলছে, সেখানে ক্যাম্পাইলোব্যাকটারে আক্রান্ত প্রতি হাজারে একজন জিবিএসে আক্রান্ত হয়। তাছাড়া জিবিএসে আক্রান্ত প্রতি ২০ জনের একজন বা সর্বোচ্চ আটজন তার আগে ক্যাম্পাইলোব্যাকটার সংক্রমণের শিকার হয়। গুলেন ব্যারি সিনড্রোমে বাংলাদেশে আক্রান্ত হওয়ার […]