অনলাইনে ফিরেছে রোব্লক্সের গেইমিং সেবা
টানা তিন দিন ধরে রোব্লক্সের গেইমিং প্ল্যাটফর্মে প্রবেশাধিকার পাচ্ছিলেন না কয়েক কোটি গেইমার। অবশেষে সেই জটিলতা সমাধানের ঘোষণা দিয়েছে রোব্লক্স, অনলাইনে ফিরেছে প্রতিষ্ঠানটির গেইমিং সেবা। রোব্লক্স নিজস্ব প্ল্যাটফর্মের সব সেবা অনলাইনে ফেরার ঘোষণা দিয়েছে রোববার। প্রতিষ্ঠানটির বলেছে, “সব সেবা পুনরুদ্ধার করা হয়েছে এবং রোব্লক্সের সব অংশে ব্যবহারকারীদের এখন প্রবেশাধিকার পাওয়া উচিত।” গেইম-নির্মাণ প্ল্যাটফর্মটির আলাদা জনপ্রিয়তা […]