কেকে-বিতর্কে এবার বাদ গেলেন সিনেমার গান থেকে রূপঙ্কর
কেকে-বিতর্কে এখনও পর্যন্ত অনেকটাই কোণঠাসা হয়ে রয়েছেন রূপঙ্কর বাগচি। তার গাওয়া ‘জিঙ্গেল’ তুলে নেওয়ার কথা ভাবছে একটি কেক প্রস্তুতকারক সংস্থা। এমনকি কলকাতার একটি রেস্তরাঁ জানিয়েছে, তারা রূপঙ্করের গাওয়া কোনো গান তাদের রেস্তরাঁয় বাজাবে না। এরই মধ্যে আবার নতুন খবর এলো বাংলা চলচ্চিত্র ‘প্রথম বারে প্রথম দেখা‘র গান থেকে বাদ পড়ছেন রূপঙ্কর। যদিও গানের রেকর্ডিংয়ের কাজ […]