কেশবপুর মাছ বাজারে বিরল প্রজাতির মাছ! ওজন ৩২ কেজি
মোস্তফা কামাল , কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে বুধবার সকালে ৩২ কেজি ওজনের এক বিরল প্রজাতির গোলপাতা মাছ দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কুয়াকাটা সমুদ্র থেকে গত মঙ্গলবার জেলেদের জালে ওই গোলপাতা মাছটি ধরা পড়ে। পরে এ বিরল প্রজাতির মাছ বিক্রির জন্য কেশবপুর মাছ বাজারের একতা ফিসের আড়তে আনা হয়। কেশবপুর মাছ বাজারের ব্যবসায়ী […]