জেমস ওয়েবের ছবিতে ট্যারান্টুলা নীহারিকা
সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ট্যারান্টুলা নীহারিকার ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। পৃথিবী থেকে ১ লাখ ৬১ হাজার আলোকবর্ষ দূরে মিল্কিওয়ের উপ-গ্যালাক্সি লার্জ ম্যাগেলানিক ক্লাউডে এর অবস্থান। নীহারিকাটির আরেক নাম, ৩০ ডোরাডাস। বিভিন্ন আলোক টেলিস্কোপে এর উজ্জ্বল অংশগুলো মাকড়শার ছড়ানো পায়ের মতো দেখা যায়। এজন্য একে ডাকা হয় ট্যারান্টুলা নীহারিকা নামে। […]