সাদা-কালো ইন্টারফেসের এই প্ল্যাটফর্ম চালু জানিয়েছেন রয়টার্স
এবার রশিয়া ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নিয়ে আসছে ভিন্নধর্মী এক ফটো শেয়ারি প্ল্যাটফর্ম। যার ‘গ্রস্টনোগ্রাম’, এর ইংরেজি অর্থ ‘স্যাডগ্রাম’। যেখানে ব্যবহারকারীরা শুধু বিষাদময় ছবি পোস্ট করতে পারবে। চলতি সপ্তাহেই দেশটিতে সাদা-কালো ইন্টারফেসের এই প্ল্যাটফর্ম চালু হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইনস্টাগ্রামের হার্ট-আকৃতির ‘লাইক’ বাটনের থাকলেও ‘স্যাডগ্রাম’ কিছুটা ভিন্ন। সেখানে এর পরিবর্তে দুঃখিত হওয়ার জন্য […]