‘গ্রাম্য বাড়ি’
”গ্রাম্য বাড়ি” রাশেদুল ইসলাম নহে ইট নহে বালু বাশ দিয়ে তৈরী, দামের ঘরের সিমেন্ট গ্রাম্য বাড়ির বৈরি। খড়ের দ্বারা ছাউনি তার বাশের তৈরি বেড়া, পালক ফুলের ডাটা দিয়ে চতুর্দিক তার ঘেরা। বাধিতে লাগেনা শিসা পাটের রশ্মিই অনেক, একটু দেখায় মন জুড়াবে দেখিস যদি খনেক। ঘরের ভিতর ঘরের বাস বিধাতার কিযে লীলা, ঘরের দন্ডে বাবুই পাখির […]