তুহিন হোসাইনের ছোটগল্প “রিকশা”
রিকশা সাদেকের শরীর থেকে দড়দড় করে ঘাম বের হচ্ছে। পোলেস্টারের শার্টটি শরীরে লেপ্টে গেছে। রিকশার পেছনে বসে হস্তী সুলভ যাত্রী ক্রমাগত তাগিদ দিচ্ছে। মামা তাড়া-তাড়ি চালাও। উফফ আজ সকালে মামী খেতে দেয়নি নাকি? কী কুক্ষণে যে আজ এই রিকশায় উঠেছিলাম। যারা রিকশা চালক তাদের নিত্যদিন এমনি কিছু মিষ্টভাষী যাত্রীদের গ্রীতিপ্রদ শুনতে হয়। তাই সাদেক নিজেকে […]