ইবির হলে গ্রিল কেটে কম্পিউটার চুরি!
রাকিব রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে ঈদ-উল- আযহার ছুটিতে একটি কক্ষে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। কক্ষের পেছন দিকের গ্রিলের রড কেটে চোর ভিতরে ঢুকে এ ঘটনা ঘটায়। এতে প্রায় চল্লিশ হাজার টাকা মূল্যের একটি ডেক্সটপ চুরি হয়েছে। একইসাথে চোর তার দৃষ্টি প্রতিবন্ধী রুমমেটের ম্যাগনিফাইং ডিভাইস ভেঙে নষ্ট […]