দেশকে ভারতের তাঁবেদার করতে চেয়েছিল হাসিনা
বিরোধী দলগুলোর নিরপেক্ষ নির্বাচনের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ভারতের আনুকল্য এবং ক্ষমতায় টিকে থাকতে দেশটির উত্তর-পূর্বাংশের সঙ্গে রেল, নৌ ও ইন্টারনেট সংযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। একতরফা সংযোগ দেওয়ার মাধ্যমে হাসিনা বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। শুক্রবার গ্লোবাল ডিফেন্স কর্প ‘আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অফার্ড রেল-লিঙ্ক, রোডস, পোর্টস, ইন্টারন্টে অ্যান্ড পাওয়ার কানেকশন টু […]