চাঁদে আবার পা পড়বে মানুষের
চাঁদে আবার মানুষের পা পড়বে। ঐতিহাসিক সেই মুহূর্ত আসবে ২০২৪ সালে। নাসার সৌজন্যে চাঁদের মাটিতে মানুষের পা সর্বপ্রথম পড়েছিল ১৯৬৯ সালে এবং সর্বশেষ পড়েছিল ১৯৭২ সালে। সেসময় ব্যাটারি চালিত রোভারে চাঁদে কাজ করেছিলেন নভোচারীরা। তবে ২০২৪ সালে আধুনিক প্রযুক্তির রোভারের মাধ্যমে নভোচারীরা চাঁদ থেকে নমুনা সংগ্রহ করবেন। নাসার নতুন এই চন্দ্রাভিযানের নাম দেওয়া হয়েছে আর্টেমিস। […]