নবীনদের বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “ব্যাঙাচি বরণ” উৎসব
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে “ব্যাঙাচি বরণ” অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর নবীনবরণ অনুষ্ঠানের একটা নামকরণ করেন শিক্ষার্থীরা। এই বছর ছিলো ব্যাঙাচিবরণ, তার আগের বছরগুলোতে ছিলো ফড়িংবরণ, পিঁপড়াবরণ, মিঠুবরণ। ব্যাঙাচি বরণ অনুষ্ঠানের আয়োজন করে চারুকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে […]