একে একে প্রাণ গেল বাবা-মা ও ভাইয়ের ছোট শিশুর সামনেই
ভারতের কলকাতায় বৃষ্টির জমা পানিতে নিজেদের বাড়িতেই বিদ্যুৎস্পর্শ হয়ে এক শিশুর সামনেই মারা গেলেন এক দম্পতি এবং তাদের কিশোর ছেলের। কলকাতার খড়দহ এলাকায় মঙ্গলবার ওই দম্পতির শিশুসন্তানের (৪) চোখের সামনেই একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ে তার মা-বাবা ও শিশুটির বড়ভাই। খবর আনন্দবাজার পত্রিকার। পুলিশ জানায়, খড়দহ থানা এলাকার পাতুলিয়ায় একটি সরকারি আবাসনের একই পরিবারের […]