রিয়ালের এমবাপ্পে স্বপ্ন পূরণ হচ্ছে এবার
পিএসজি এখন চাঁদের হাট। লিওনেল মেসি, নেইমার, সের্হিয়ো রামোসদের নিয়ে রীতিমতো স্বপ্নের দল। অথচ সেই দল ছাড়তে ব্যাকুল কিলিয়ান এমবাপ্পে! মেসি আসার পর সবাই যখন প্রতীক্ষায় ‘এমএনএম’ ত্রয়ীর জাদু দেখতে, তখনই বোমাটা ফাটাল ‘আরএমসি রেডিও’। চুক্তি বাড়াতে রাজি না হওয়ায় পিএসজিই নাকি এখন চাইছে এমবাপ্পেকে বিক্রি করতে! রিয়াল মাদ্রিদ আগে থেকেই পেতে চায় এই ফরাসিকে। […]