ছাত্রদের উদ্যোগে মাদরাসার এতিম বাচ্চাদের ইফতার এবং সিমেন্ট বিতরণ!
পটুয়াখালী মির্জাগঞ্জের ঝাটিবুনিয়া ম.ই. মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’১৭ ব্যাচের উদ্যোগে মহিষকাটা ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসার শিশু সনদ ও ইয়াতিমখানায় ইফতার এবং সিমেন্ট বিতরণ করা হয়। প্রায় শতাধিক ছাত্রদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠভাবে ইফতার বিতরন করা হয়,ইফতার বিতরনী শেষে মাদরাসা সংলগ্ন মসজিদের চলমান কাজের জন্য ৭ বস্তা সিমেন্ট মাদরাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়।পাশাপাশি দুইজন গরীব মানুষকে আর্থিকভাবে […]