তেল বা কয়লার মতো জ্বালানি ছাড়াই চলবে ট্রেন!
বিদ্যুৎ, তেল বা কয়লার মতো জ্বালানি লাগবে না। তার বদলে ট্রেন ছুটলেই ব্যাটারি চার্জ হয়ে যাবে। আর সেই ব্যাটারিই চালিয়ে নিয়ে যাবে ট্রেন! ২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে। নাম দেওয়া হয়েছে ‘ইনিফিনিটি ট্রেন’। খবর ডেইলি মেইলের। বিশ্বে প্রথম এ ধরনের ট্রেন বানানোর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু। […]