ধাপুয়া ব্রিজের কাজ ৫ মাস বন্ধ, জনগনের দুর্ভোগ
মোঃ আজগার আলী, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের মধ্যস্থল ধাপুয়া খালের উপর ব্রিজ নির্মাণের কাজে ধীর গতি ও ৫ মাস কাজ বন্ধ থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। কুল্যা টু বাকা সড়ক খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ। সড়কে প্রতিদিন শত শত ছোটবড় যানবাহন চলাচল করে থাকে। যাতায়াতের মাঝ পথে ধাপুয়া খালের ওপর […]