কবি নাজমুল হক নজীর এর ৬৭তম জন্মদিন আজ
তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আজ ২৫শে সেপ্টেম্বর শ্লোগানের কবি নাজমুল হক নজীর এর ৬৭তম জন্মদিন । ১৯৫৫ সালের ২৫শে সেপ্টেম্বর আজকের এই দিনে তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন। নাজমুল হক নজীর দশক গননায় সত্তর সময় পর্বের শক্তিমান কবি। কবিতা চর্চায় নিজেকে সঁপে দিয়েছেন কবিতার শষ্যময় উঠোনে। তাঁর কবিতায় সমাজের […]