বাঘারপাড়ায় মিথ্যা মামলায় জড়ালেন ১৬ পরিবারকে
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর): যশোরের বাঘারপাড়ায় মিথ্যা মামলা দিয়ে ১৬ পরিবারকে হয়রাণির অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধ এক পরিবারের সাথে অথচ মামলায় জড়ানো হয়েছে ১৬ পরিবারের ২১ সদস্যকে। দিনমজুর, স্কুল ছাত্র, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, ইজিবাইক-অটোভ্যান চালক কেউই বাদ যায়নি মামলার হাত থেকে। ঠুনকো কোনো ঘটনা ঘটলেই টুকে দেন মামলা। এ অভিযোগ উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের […]