বোয়ালমারীতে ২০ বছরের ভাঙ্গা ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা এ বছরে জাকজঁমক
তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ীতে ২০ বছরের ভেঙ্গে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা এ বছরে জাকজঁমক ভাবে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, কয়েক যুগ আগে তেলজুড়ীতে জাকজঁমক ভাবে নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। সে সময় নৌকা বাইচে ৪০ থেকে ৫০ টি নৌকা বাইচে অংশগ্রহন করতো। পরে বিভিন্ন সমস্যার কারনে মেলা ভেঙ্গে […]