গুজব ছড়িয়ে হত্যা করা হয় চার ছেলেসহ পাড়াপ্রধানকে
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে ‘জাদুটোনায়’ স্থানীয় লোকজন মারা যাচ্ছে— এমন গুজব ছড়িয়ে চার ছেলেসহ পাড়াপ্রধানকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। শুক্রবার রাতে গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের ওপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে— এমন […]