ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনায় আমার কাল হয়েছে: জারিন
বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে রঙিন জগতে পা দিলেও তেমনভাবে সাড়া ফেলতে পারেননি অভিনেত্রী জারিন খান। ক্যারিয়ার বেশি দূর না আগানোর জন্য কাকে দায়ী করলেন, সে কথা জানালেন নায়িকা। সম্প্রতি ভারতী সিং ও লিম্বাচিয়ার পডকাস্ট শোতে জারিন খান বলেন, ২০১০ সালে বীর ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। সালমান খানের হাত ধরে বলিউডে পা […]