শরীর-মুখ ছাড়াও অনেক কিছু দেখানোর আছে: জারিন
বলিউড অভিনেত্রী জারিন খানের আক্ষেপ, তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ পাননি। কেবল তার শরীর ও চেহারা প্রদর্শনকেই গুরুত্ব দিয়েছে সবাই। জারিন বলেন, ‘অন্তত আমায় নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হোক। এমন চরিত্রের প্রস্তাব কেন আসছে, যেগুলোতে আমার কোনও ভূমিকাই নেই শুধু মুখ দেখানো ছাড়া?’ এক সাক্ষাৎকারে জারিন খান আরও জানান, নারীদের জন্য উপযোগী […]