রেহাই নেই জালিমদের
মহান আল্লাহ নিজের জন্য জুলুম হারাম করে নিয়েছেন। এবং তা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আবু জার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আমি নিজের ওপর ও বান্দাদের ওপর জুলুম হারাম করে নিয়েছি। অতএব তোমরা পরস্পরের ওপর অত্যাচার কোরো না।’ (মুসলিম, হাদিস : ৬৪৬৯ ) জুলুম তিন প্রকার— […]