‘জীবনযুদ্ধে হার না মানা রাধা রানী’
রবীন্দ্রনাথ সরকার, গংগাচড়া উপজেলা (রংপুর)প্রতিনিধিঃ ‘মায়ের জন্য মোক বাঁচি থাকা নাগবে’। বাবা যখন তিস্তা নদীত মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তখন তাঁর বয়স ১৯ দিন। আর কোনো ভাইবোনও নেই। তাই মায়ের দেখভাল করার জন্য ১৩ বছর ধরে রংপুর শহরে নানা ধরনের শাক বিক্রি করে সংসার চালিয়ে আসছেন রাধারানী। তাঁর বাবার নাম উমাকান্ত। আর মায়ের […]