ফুটপাত থেকে শিল্পপতি হয়ে ওঠা সংগ্রামী জীবনের গল্প!
শূন্য থেকে শিখরে উঠে আসা স্বমহিমায় উদ্ভাসিত কর্মসফল দৃঢ়প্রত্যয়ী এক ব্যক্তিত্ব মো. আবুল কালাম আজাদ। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও ফুটপাতে দাঁড়িয়ে পোস্টার বিক্রি করতে দ্বিধা করেননি। সততা, বুদ্ধি আর পরিশ্রম তাঁকে আজকের অবস্থান নিয়ে এসেছে। পিতার ইচ্ছা শিক্ষক হওয়া, আর নিজের ব্যবসায়ী। এ নিয়ে পিতা-পুত্র মুখোমুখি। নানা ঘটনা চলছাতুরী। তারপরের কাহিনী অন্যরকম। একেবারেই ভিন্ন। ফুটপাথ থেকে […]