জীবন্ত পাথর-এর অজানা রহস্য
আমরা কথায় কথায় হামেশাই অতিপ্রচলিত একটি প্রবাদবাক্য ব্যবহার করে থাকি। ‘দেওয়ালেরও কান আছে’। পাথুরে দেওয়ালের কান থাকলে তবে তো প্রাণও থাকার কথা। হ্যাঁ, আছে বৈকি। আলবাত আছে। অবশ্য সে পাথর দিশি পাথর নয়। বিদেশি। রোমানিয়ায় প্রত্যন্ত গ্রাম কোসটেসতিতে দেখা মেলে এমনই অভিনব বিস্ময়কর এক পাথরের। যেকোনো জীবের মতোই যার আয়তন বৃদ্ধি পায় সময়ের সঙ্গে সঙ্গে। […]