আঁতকে উঠে বুক বিশ্বের ভয়ংকর ৫ সেতু দেখেই
সভ্যতার শুরু থেকেই মানুষ নিজেদের যাতায়াতের সুবিধার জন্য নদী,খাদ এমনকি সাগরের উপর দিয়েও সেতু নির্মাণ করেছে। আর সেইসব সেতুতে মানুষ রেখেছে বহুভিক উত্কর্ষতা এবং সৃজনশীলতার ছোঁয়া। তার মধ্যে কিছু এমনভাবে তৈরি হয়েছে যে, আপনি অত্যন্ত সাহসী মানুষ না হলে তার উপর পা রাখতে চাইবেন না। আবার যারা অ্যাডভেঞ্চার-প্রিয় বা বিপদের মুখোমুখি হওয়ার সাহস রাখেন, তাদের […]