ইবিতে ‘জুতা আবিষ্কার’ পথস্থ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে নাটক ‘জুতা আবিষ্কার’ পথস্থ হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুন ১টায় ক্যাম্পাস্থ ডায়ানা চত্বরে নাটকটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)। বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনায় ছিলেন কৌশিক আহমেদ। এতে কুশীলব হিসেবে ছিলেন- রাজা চরিত্রে বদরুল আমিন পিয়াস, মন্ত্রী চরিত্রে আব্দুল মমিন নাহিদ, উজির চরিত্রে তাজনিয়া লাবন্য, নাজির […]