ভেসে আসছে হাজার হাজার জেলিফিস কুয়াকাটা সমুদ্র সৈকতে
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার জেলিফিস। সৈকতে এসব জেলিফিস মৃত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ও আজ (শনিবার) সকালে সৈকতের গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিস ভেসে আসতে দেখেন স্থানীয়রা। এছাড়া সৈকতের ঝাউবাগান, জিরো পয়েন্ট ও লেম্বুর চরে কিছু জেলিফিস ভেসে আসে। পরে সৈকতের বালুতে আটকা […]