সুন্দরবনের বাঘকে কাবু করা হলো ‘ঘুমপাড়ানি গুলি’ দিয়ে
অনেক চেষ্টা ও কসরতের পর ৬ দিনের দিন ধরা পড়ল সুন্দরবনের পাশে কুলতলীর জঙ্গলে হারিয়ে যাওয়া সেই রয়েল বেঙ্গল টাইগার। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলিতেই কাবু হলো বাঘ। দেখা যাওয়া মাত্রই বাঘকে ঘুমপাড়ানি গুলি ছোড়ে বনকর্মীরা। ঘুম পাড়ানি গুলি ছোড়ার পর পিয়ালি নদীর কাছে পাতা খাঁচায় এসে পরে বাঘ। কিন্তু দরজা খোলা থাকায় ফের পিঠটান দেয়। […]