ঝাপা বাওড়ে ডুবে কিশোরের মৃত্যু
যশোরে নাঈম হোসেন(১৩) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার সকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাপা বাওড় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে।নিহত নাঈম উপজেলার হানুয়ার বটতলা গ্রামের রহমান হোসেনের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায় শুক্রবার সকাল দশটার দিকে নাঈম হোসেন বাড়ি থেকে ঝাপা বাওড় এ গোসল করতে যায়। এরপর তাকে খুঁজে […]