ঘরোয়া উপায়ে টনসিলের ব্যথা সারানোর উপায়
শীতে এলেই অনেকে সর্দি-কাশিসহ টনসিলের ব্যথায় ভোগে থাকেন। টনসিল বাড়লে ঢোক গিলতে গেলেও কষ্ট হয়। মুখ-গলা, নাক, কান দিয়ে শরীরের অভ্যন্তরে জীবাণু প্রবেশে বাধা দেয় এই টনসিল। টনসিলের প্রচন্ড ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চাইলে টনসিলের ব্যথা থেকে দ্রুত স্বস্তি পেতে ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন। জেনে নিন করণীয়- লবণ পানিতে গার্গল করুন হালকা […]