১০ হাজার টাকার পুঁজি এখন বছরে টার্নওভার ৪ কোটি টাকা
২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় টিউশনির জমানো ১০ হাজার টাকা পুঁজি নিয়ে চামড়াজাত পণ্যের ব্যবসা শুরু করেন তানিয়া ওহাব। ঢাকার হাজারীবাগে একটি মেশিন আর একজন শ্রমিক নিয়ে ‘এথিনি’ নামে ১০০ বর্গফুটের ছোট্ট একটি কারখানায় চলছিল তার ব্যবসা। বর্তমানে তার কারখানার আয়তন ৬৫০০ বর্গফুট, কারখানায় স্থায়ী-অস্থায়ী মিলে দুইশ’র অধিক শ্রমিক কাজ করে। চামড়ার জ্যাকেট, জুতা, মানিব্যাগ, […]