টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি মারা গেছেন
বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি (৯১) যুক্তরাষ্ট্রে নিজ বাসভবনে মারা গেছেন। মার্কিন এ কোচকে ২০১৪ সালে আন্তর্জাতিক টেনিসের ‘হল অফ ফেমে’ জায়গা দেওয়া হয়। তার মৃত্যুর পর বিশ্ব টেনিস সংস্থার পক্ষ থেকে টুইট করে লেখা হয়— ‘একজন অগ্রগামী, স্বপ্নদর্শী, পরামর্শদাতা, প্রশিক্ষক এবং বন্ধু-টেনিসের অন্যতম প্রভাবশালী নিক বলেতিয়েরি ৯১ বছর বয়সে মারা […]