জেমস ওয়েব টেলিস্কোপে ঝকঝকে নেপচুন, বিজ্ঞানীদের মনে কৌতূহল!
তিন দশক পর জেমস ওয়েব টেলিস্কোপে সামনে এলো নেপচুনের ঝকঝকে ছবি। জেমস ওয়েবের নতুন এই ছবিগুলো নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই ছবিগুলোর মতো এতটা সুস্পষ্ট, ঝকঝকে ছবি গত ৩০ বছরে আর পাওয়া যায়নি। পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব ৪৩০ কোটি কিলোমিটার। পুরু বরফের চাদরে মোড়া এ গ্রহটিতে নতুন করে আলোকপাত করেছে জেমস ওয়েব। […]