‘ঠাকুমা’
‘ঠাকুমা‘ রাশেদুল ইসলাম তিস্তা পাড়ে দেখেছি আমি অসহায় এক নারী, কলা পাতায় গড়েছে সে বাস করিবার বাড়ী। বয়সটা তার পঞ্চাশ কিংবা একটু বেশি, অনাহার অনিদ্রায় মনে হয় তা আশি। চুল গুলো হায় সাদায় ভরা ঝুলে পড়েছে ত্বক, একখানা হাত হয়েছে অচল পাথর হয়েছে নখ। চুলোয় অনল দেখিনি আমি গিয়েছি যতো দিন ধরে, হাল আমলের পাতিল […]