বিএনপি না বুঝেই নাচ-গান শুরু করে দিয়েছে : আইনমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত খসড়া আইন সংসদে উত্থাপনকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘উনারা (বিএনপি) এই আইন না পড়েই মন্তব্য করছেন। উনারা মনে করেছিলেন এই আইনটি একটি পলিটিক্যাল ইস্যু। আইনটি নিয়ে উনারা এখন বলেন এইটা নাই, ওইটা আছে; এসব নাচ-গান শুরু করে দিয়েছেন।’ আজ সংসদে বিলটি উঠানোর জন্য আইনমন্ত্রী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি […]