মণিরামপুরের মানবিক ডা. মেহেদী হাসান করোনা পজিটিভ; সুস্থতায় দোয়া কামনা
মনিরামপুর প্রতিনিধি: স্মৃতির সরণি বেয়ে কেউ কেউ চলে যেতে পারে দূর থেকে বহুদূরে। সেই যাওয়া যদি হয় মানব কল্যাণে মানবের তরে। তবে এমন স্মৃতি বয়ে আসুক বারেবারে। বলছিলাম যশোরের মণিরামপুর উপজেলার কৃতি সন্তান ডা. মেহেদী হাসান এর কথা। যার মানবিক সেবা ছাড়িয়ে গেছে দেশ থেকে দেশান্তরে। মানবিক এই ডাক্তার মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ছায়াঢাকা সবুজ […]