নড়াইল জেলার ঐতিহ্যবাহী তালগাছের ডোঙ্গার ইতিহাস
মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার ঐতিহ্যগত তালগাছের ডোঙ্গারহাট চাচুঁড়ীয়া হাট এবং তুলরামপুর হাট ছিলো তৎকালিক বিখ্যাত বলে মনে করা হত। নড়াইলের সুপরিচিত হাট এই হাটে নড়াইল জেলার মানুষ নয় দুর দুরান্ত হইতে সমাগম তালগাছের ডোঙ্গা কিনতে আসতো। বিশেষ করে নৌকা,ডোঙ্গা বর্ষাকালে ব্যবহৃত হত। অধিকাংশ বাড়িতে এই নৌকা, ডোঙ্গা পরিবহন হিসেবে ব্যবহৃত হত। […]