ড্রাগ লাইসেন্স করবেন কীভাবে
নতুন খুচরা অ্যালোপ্যাথিক মডেল ফার্মেসি, মেডিকেল শপের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরে ড্রাগ লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্র ঠিক থাকলে ৯০ কার্য দিবসের মধ্যে লাইসেন্স দেয়া হয়। কী কী কাগজ লাগবে : যথাযথভাবে ফরম-৭ পূরণ করতে হবে। মডেল ফার্মেসির জন্য ৩০০ বর্গফুট ও মেডিকেল শপের জন্য ১২০ ফুট জায়গা লাগবে। ট্রেড লাইসেন্সের সত্যায়িত […]