১৪ মণ টাটকা ইলিশ যাচ্ছিলো ঢাকা বাসে
পটুয়াখালীর মহিপুরে ঢাকাগামী আনান ও চাকলাদার নামের দুটি গণপরিবহন থেকে ১৪ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২২ জানুয়ারি) রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্ট থেকে এসব জাটকা আটক করা হয়। তবে এ সময় জাটকা সংশ্লিষ্ট কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে রাতেই উপজেলা সিনিয়র মৎস্য ছবি সংগৃহীত অপু সাহার নির্দেশে এসব জাটকা গরীব […]