পুত্র সন্তানের আশায় মাথায় আস্ত পেরেক ঢুকালো ৩ কন্যার জননী
পুত্রসন্তানের নিশ্চয়তা পেতে অন্তঃসত্ত্বা নারীর মাথায় ঢুকানো হলো আস্ত একটি পেরেক। গর্ভবতী ওই নারীর বিশ্বাস ছিল, মাথায় পেরেক ঢোকালে তার কোলজুড়ে আসবে ফুটফুটে পুত্র সন্তান। তাই একবারও না ভেবে মাথায় পেরেক ঢুকিয়ে দেন ওই নারী। ব্যতিক্রমী এই ঘটনাটি পাকিস্তানের পেশোয়ারে ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ডন। জানা যায়, পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় আবারও সন্তান […]