মমতা বলেন, আমাকে জীবন্ত লাশ বলতে পারেন
চেতলাতেই ছোট থেকে বড় হওয়া। আপনারা সবসময় আমায় সমর্থন করেছেন। সাতবার আমি এমপি হয়েছি। দক্ষিণ কলকাতার মানুষ হিসেবে আমি আপনাদের সমর্থন পেয়েছি ৬ বার। এর জন্য আমি কৃতজ্ঞ। আমার ভাগ্যেই ছিল ভবানীপুর থেকে জিতব। ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হব। পরপর জায়গায় মার খেয়েছি। আমাকে জীবন্ত লাশ বলতে পারেন। এবারেও আমার প্রচারের সময় পায়ে চোট দেওয়া […]