ঝড় তুলে যাচ্ছেন তরুণদের হৃদয়ে মালাইকা!
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। ৪৮ বছর বয়সেও বহু পুরুষের মনে ঝড় তুলতে এখনো সক্ষম এই অভিনেত্রী। সুইমিং পুলে ফের আগুন ধরালেন তিনি। মালাইকার চোখেও যেন লাস্যের ভাষা কথা বলছে। ভারতে এমটিভি চালু হওয়ার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষণীয় মডেল ও উপস্থাপিকায় পরিণত হন। বিভিন্ন […]