তুরস্কের ধের্য শেষ হয়ে আসছে মন্তব্য তাইয়্যেব এরদোয়ানের
তুরস্কের ধের্য শেষ হয়ে আসছে বলে গ্রিসের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক দীর্ঘদিন যাবত সহ্য করবে না। গ্রিসের এ ধরনের আচরণের কারণে আঙ্কারার ধৈর্য শেষ হয়ে আসছে। এরদোয়ান বলেন, যদি গ্রিস এজিয়ান সাগরে […]