বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া
বিয়েটা বেশ সাদামাটা ভাবেই সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। পরিজন-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মেরেকেটে ৫০ জন। যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের অন্ত নেই সদ্যবিবাহিত কাপুর দম্পতির। রণবীর কাপুর এবং আলিয়া ভাট দু’জনেরই সম্পত্তির ঝলক দেখেই মাথা ঘুরে যেতে পারে আপনার। বাংলা নববর্ষের ঠিক আগের দিন আনুষ্ঠানিক ভাবে নতুন জীবন পেতেছেন ‘রণলিয়া’। তবে তার আগে থেকেই বান্দ্রার […]